লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘অন্তর্ভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেজিলিয়েট ডেভেলপম্যান্ট ইন সিএইচটি,ইউ.এন.ডি.পি’র সহযোগিতায় পৌরসভা মিলনায়তনে অবহিতকরণ সভাটি অনুষ্টিত হয়। প্রকল্প ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সরকারী মাতামুহুরী কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম। এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ^াস, হেফাজতুর রহমান কলেজের অধ্যক্ষ নুরুন্নবী ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপার ভাইজার নুরুল আবচার বিশেষ অতিথি ছিলেন। প্রকল্পের জেন্ডার অফিসার ম্যাগডালেন ত্রিপুরার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রধান, হেডম্যান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। অবহিতকরণের উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তমিজ উদ্দিন, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, অংহ্লারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এথোয়াই মার্মা ও বোধিছড়া অনাবাসিক স্কুলের প্রধান গোলাম রব্বানী। এতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর বিস্তুারিত তুলে ধরেন, প্রকল্পের জেলা শিক্ষা কর্মকর্তা সিংম্যা প্রু মার্মা। এ সময় প্রকল্পের মনিটরিং অফিসার মো. জিলহাজ উদ্দিন ও এডুকেশন ফ্যাসিলেটর মো. শামীম মিয়া উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরা বলেন, বান্দরবান জেলার ৭টি উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের কাজ করা হবে। এর মধ্যে লামা উপজেলার ১৭টি স্কুল ও মাদ্রাসা রয়েছে। এ প্রকল্পের আওতায় নন-এমপিও ভুক্ত ৪০টি মাধ্যমিক স্কুলকে এমপিও ভুক্ত করতে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান খুশী রায় ত্রিপুরা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত