লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার ৫টি রাবার বাগান থেকে অস্ত্রের মুখে অপহৃত ২৬ রাবার শ্রমিকের মধ্যে মো. জিয়াউর রহমান (৪৫) নামে একজন পালিয়ে ফিরেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কৌশলে জিয়াউর রহমান পালিয়ে ফিরেন। পরে বিষয়টি রাবার বাগানের মালিক শাহজাহানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। গত শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকার ৬টি রাবার বাগান থেকে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে। পরে মুঠোফোনে বাগান মালিকদের কাছে মুক্তিপন দাবী করে সন্ত্রাসীরা।
সূত্র জানায়, অপহরণকারী সন্ত্রাসীরা সংখ্যায় ১২ থেকে ১৪ জনের মত। তাদের সবার হাতে অস্ত্র রয়েছে এবং গায়ে পাতা রংয়ের সেনাবাহিনীর মতো পোশাক রয়েছে, অনেকে মুখোশ পরা। সন্ত্রাসীরা কোনো সংগঠনের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকাটি লামা ও নাইক্ষ্যংছড়ি-এ দুই উপজেলার সীমান্তবর্তী। অপহরণের পর পরেই সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেন।
এ বিষয়ে বাগান মালিক শাহা জাহান জানান, শ্রমিক জিয়াউর রহমান কৌশলে পালিয়ে এসেছেন। তবে অন্য জনপ্রতি ৫০ হাজার টাকা হারে মুক্তিপন না দিলে অপহৃতদের ছাড়বেনা বলে সন্ত্রাসীরা জানিয়েছে। সে হিসেবে ২৫জন শ্রমিককে ছাড়াতে সাড়ে ১২ লাখ টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা।
সন্ত্রাসীদের কবল থেকে শ্রমিক জিয়াউর রহমান পালিয়ে আসার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বার বার অবস্থান পরিবর্তন করছিল সন্ত্রাসীরা। কোনো এক ফাঁকে তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীদের কবল থেকে কৌশলে মো. জিয়াউর রহমান পালিয়ে এসে তার বাগানের মালিক শাহজাহানকে অবহিত করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত