
মো. নুরুল করিম আরমান।
বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয়ে এক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান ও থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, হেডম্যান, কারবারি ও গ্রাম পুলিশরা মতবিনিময়ে অংশ গ্রহণ করেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন হুশিয়ারি করে বলেন, উপজেলার বিভিন্ন ঝিরি, নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কর্তনকারী যতই ক্ষমতাবান হউক না কেন, তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।