
নিজস্ব প্রতিবেদক।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বান্দরবান জেলার লামা উপজেলায় মো. শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে হাতেনাতে আটক করে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন উপজেলার লামা পৌরসভা এলাকার হরিণঝিরি গ্রামের মো. শাহজাহান মোল্লার ছেলে।
সূত্র জানায়, মাতামুহুরি নদীর মেউলার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট রুবায়েত আহমেদ সহ সঙ্গীয় সদস্যরা অভিযান চালায়। এ সময় মো. শাহাদাত হোসেনকে বালু উত্তোলনের দায়ে হাতেনাতে আটক করেন। পরে মোঃ শাহাদাত হোসেন বালু উত্তোলনের দায় স্বীকার করলেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক রুবায়েত আহমেদ।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহাদাত হোসেনকে হাতেনাতে আটকের পর কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।