লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় অবৈধভাবে নদীর তলদেশ থেকে বালি উত্তোলন করার অপরাধে জহির হোসেন (৩৪) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হযেছে। সোমবার দিনগত রাতে পৌরসভা এলাকার ছাগলখাইয়া পাড়ায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। দন্ডপ্রাপ্ত জহির হোসেন ছাগল খাইয়া পাড়ার বাসিন্দা মৃত আনোয়ার উল্লাহর ছেলে। এ সময় বালি উত্তোলনের মেশিনও জব্দ করা হয়।
সূত্র জানায়, পৌরসভা এলাকার ছাগল খাইয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব অভিযান পরিচালনা করেন।
জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী জহির হোসেনকে জরিমানা করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত