মো. নুরুল করিম আরমান |
মহামান্য হাইকোর্টের আদেশক্রমে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম এর অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলায় ৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে উচ্ছেদ করে গাছের চারা রোপন করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে জেলা প্রশাসক শামীম আরা রিনি’র নির্দেশনায় অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এ কাজে সহযোগিতা করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ ও সেনাবহিনীর সদস্যরা।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় রিটের প্রেক্ষিতে হাইকোর্ট কর্তৃক লামা উপজেলার ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ’র সিদ্ধান্ত দেওয়া হয়। সে মতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০ ও ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ পূর্বক তার প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা প্রশাসন বরাবরে অনুরোধ করেন পরিবেশ অধিদপ্তর। এ সূত্র ধরে বুধবার অভিযানের প্রথম দিনে গুড়িয়ে দেয়া হয় এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানু। দ্বিতীয় দিন বৃহস্পতিবার এনআরবি ব্রিকস ম্যানু, শিরাত ব্রিকস, এমবিআই ব্রিকস ম্যানু ও ইউনাইটেড ব্রিকস ম্যানু গুড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয় ভাটাগুলোর সব কার্যক্রম। পরে ইটভাটার জায়গায় বিভিন্ন ফলদ বনজ গাছের চারা রোপন করে দেন প্রশাসন।
অভিযান চালিয়ে ৬ ইটভাটা গুড়িয়ে দেয়ার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আভিযানের প্রথম দিনে দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য চার অবৈধ ইটভাটাও গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হবে। এদিকে যেসব ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে; সেসব ভাটার মালিকরা যদি আবারও অবৈধভাবে ভাটার কার্যক্রম শুরু করেন, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত