1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় অস্থিত্বহীন সমিতির সভাপতি পরিচয়ে কেএসএস’র নির্বাচনে অবৈধভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

বাবু মং মার্মা, লামা 
বান্দরবান জেলার লামা উপজেলায় এস এম আবু তাহের নামের এক ব্যক্তি নিজেকে অস্থিত্বহীন সমিতির সভাপতি পরিচয় দিয়ে লামা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী মো. শাহাজাহান এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, পূর্ব নির্ধারিত ১৭ অক্টোবর লামা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে এস এম আবু তাহের অন্যজন মো. শাহাজাহান প্রতিদ্বন্ধীতায় নামেন। প্রার্থী এস এম আবু তাহের নির্দিষ্ট সময়ের ৮ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন। এ কারনে নির্বাচন পরিচালনা কমিটি এস এম আবু তাহের এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে এস এম আবু তাহের চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ন-নিবন্ধকের নিকট আপিল করেন। আপিল বিভাগ যাচাই বাছাই করে এস ্ এম আবু তাহেরকে বৈধ প্রার্থী ঘোষনা করে। নির্দিষ্ট সময়ের পর মনোনয়নপত্র জমাদানকারী কিভাবে আপিলে বৈধ প্রার্থী হয়, এ নিয়ে প্রশ্ন তুলে প্রতিদ্বন্ধী প্রার্থী মো. শাহাজাহান। পরে লামা উপজেলা সমবায় কর্মকান্ড কিরূপে পরিচালিত হচ্ছে, এতে কোন বিধি বহির্ভূত কিংবা অনিয়ম হচ্ছে কিনা এবং অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী তুলে প্রার্থী মো. শাহাজাহান উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ তুলেন। নির্বাহী অফিসার অভিযোগটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সমবায় অফিসার ও লামা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড নির্বাচন’২৪ পরিচালনা কমিটি সভাপতিকে দায়িত্ব দেন।
শাহাজাহান অভিযোগে উল্লেখ করেন, প্রতিদ্বন্ধী প্রার্থী ‘মধুঝিরি কার্পেন্টার বিএসএস’ নামে একটি সমবায় সমিতির সভাপতি পরিচয় দিয়ে থাকেন। বাস্তবে এটি একিিট ভূঁইফোড়, অস্তিত্বহীন ও সদস্য বিহীন সমিতি। ভূয়া রেজুলেশন সৃষ্টি করে সমিতি পরিচালনা করে অবৈধভাবে সুযোগ সুবিধা গ্রহনের চেষ্টা করছেন এস এম আবু তাহের। এছাড়া সমিতির কোন রেজিষ্টার বইি, পাশ বইি ও শেয়ার সঞ্চয় বহি নেই। নির্বাচনের তফশীল ঘোষনার পর এ সমিতির রেজুলেশন ও সদস্য রেজিস্টারসহ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শন করতে বলা হয়, কিন্তু তিনি এসব উপস্থাপন করতে ব্যর্থ হন। কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ে এ সমিতির কোন দলিলও সংরক্ষণ নেই। এরপরও তিনি ভূয়া সমিতির পরিচয় ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রার্থী হন কিভাবে। এস এম আবু তাহের নির্বাচন করার সুযোগ পেলে প্রকৃত সমবায়ী ব্যক্তিদের স্বার্থ দারুন ভাবে লঙ্ঘিত হবে বলেও অভিযোগ করেন প্রার্থী শাহাজাহান।
তবে অভিযুক্ত প্রার্থী এস এম আবু তাহের বলেন, আমি যথা সময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারিনি, এটা সত্য। পরে আমি আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছি। আর আমার সমিতি ১৯৮০ সালে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। কাগজপত্র সব ঠিকঠাক আছে।
এ বিষয়ে লামা উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থী এস এম আবু তাহেরের বিরুদ্ধে প্রার্থী মো. শাহাজাহান কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়েরকৃত অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট