২৯ অক্টোবর, রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌরসভা মেযর মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ বক্তব্য রাখেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক বাসু পালিত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।