1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১০ মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আলীকদমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে সুফিয়া এবতেদীয়া মাদরাসা নির্ম্মানে ভিত্তিপ্রস্তর স্থাপনে এ্যাডভোকেট এম, এ কালাম… লামা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন থানচিতে খেয়াং নারী হত্যার প্রতিবাদে লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ আলীকদমে জাল সনদ তৈরির দায়ে ফটোকপি দোকান সিলগালা, ২০ হাজার টাকা জরিমানা লামায় জব্দকৃত বালুর নিলাম বন্ধের দাবী জানিয়ে জেলা প্রসাশক বরাবরে আবেদন লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা নির্ধারণ পরিবেশ অধিদপ্তরের থামচিতে এক নারীর লাশ উদ্ধার চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত বৃদ্ধ লামায় টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু লামায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন’র কর্মবিরতি পালন লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

লামায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ৯ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
গভীর রাতের এক আকস্মিক ঘূর্ণিঝড়ে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকা ও বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্থানে অন্তত ৪০০ কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। একই সময় আংশিক বিধস্ত হয়েছে আরও প্রায় ৫০০ শতাধিক ঘরবাড়ি। ক্ষতি হয় আম, কাঁঠাল ও লিচু বাগানেরও। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে। খুঁটির উপর সড়কের গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি। পৌরসভার মেয়র ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আবুল খায়ের, মুজিবুর রহমান, পারভেজ, আলী আজম, আবুল হাসেম, আবদুল গণির সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন, লামা সদর ইউনিয়ন ও পৌরসবভা এলাকার গ্রামগুলোর ওপর দিয়ে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। অন্য কয়েকটি ইউনিয়নেও এ ঝড়ের প্রভাব পড়ে। এ সময় ঘূর্ণিঝড়ে অন্তত ৯শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রুপসীপাড়া ইউনিয়ন ও পৌরসভা এলাকায়। লামা-চকরিয়া সড়কের দু পাশের বড় বড় গাছ ভেঙ্গে উপড়ে সড়ক ও বিদ্যুতের খুঁটির উপর পড়ে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে এ সংযোগ পেতে কয়েকদিন সময় লাগতে পারে পারে বলে জানান বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।
পৌরসভা এলাকার লাইনঝিরি গ্রামের ক্ষতিগ্রস্ত মো. চান মিয়া জানান, বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। পরে দুই ঘন্টা ব্যাপী চলে এ ঝড়। এতে আমার, আমার ভাই ও বাবার ঘর সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। তিনি বলেন, শুধু আমাদের ঘরবাড়ি নয়, আমাদের গ্রামের আরও অন্তত অর্ধশত ঘরবাড়ি ভেঙেছে ঘূর্ণিঝড়ে।
এদিকে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৬০টির মত বসতঘর সম্পুর্ণ ও ২০০টির বেশি বসতঘর, তামাক চুল্লী, গোয়ালঘর ও ফসল বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া লামা সদর, ফাঁসিয়াখালী, ফাইতং সহ বেশ কয়েকটি ইউনিয়নেও ক্ষতিগ্রস্ত হয় আরও প্রায় শতাধিক ঘরবাড়ি।
এ বিষয়ে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমার পৌরসভা এলাকাায়। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তালিকা করছি। প্রাথকিভাবে ২০০ পরিবারের বসতঘর, তামাক চুল্লী, গোয়ালঘর, রান্নাঘর সম্পুর্ণ ও ৩ শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট