লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় অগ্নিকান্ডে ১৪ দোকান ও বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা শহরের বাজারঘাটে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। চারুকলা হোটেলের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন বাদশা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে দিক নির্দেশনা প্রদান করেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হোটেল চারুকলার দ্বিতীয় তলা থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এক ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারুকলা ও বিসমিল্লাহ হোটেল, কোহিনূর আবাসিক বোর্ডিংয়ের তৃতীয় তলা, ৪টি বসতঘর পুড়ে যায়। এ সময় আগুন থেকে রক্ষা পেতে দোকান ও বসতঘর থেকে মালামাল নিরাপদে নিতে গিয়ে আরও ৭টি দোকানের আংশিক ক্ষতি হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত হোটেল বিসমিল্লাহর মালিক মহি উদ্দিন বলেন, ১০ লাখ টাকা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে দোকান শুরু করেছিলাম। এখনো ঋনের কিস্তি পরিশোধ করতে পারিনি। এর মধ্যে আগুনে সব কেড়ে নিলো। এখন পথে বসা ছাড়া কোন উপায় নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন জানান, হোটেল চারুকলার দ্বিতীয় তলাস্থ রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ১৩ দোকান ও বসতঘরের ক্ষতি হয়েছে।
এ বিষয়ে লামা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন বাদশা জানায়, ১৪ টি দোকান ও বসতঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত