লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুড়ির চিকন ঘোনা এলাকায় মৃত জহির আহমদ ছেলে জয়নাল আবেদীন এর বাড়িতে সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আসবাবপত্র ও বসতবাড়ি পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক।
জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে জয়নাল আবেদীনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়রাে আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের ভেতর থাকা সব আসবাবপত্রসহ, নগদ টাকা, চাল, ডাল, ঘরের সব জিনিস পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশ নিচে।