বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১২ আনসার ব্যাটালিয়নের উদ্যাগে বান্দরবান জেলার লামা উপজেলায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে ব্যাটালিয়নের মাঠে এ বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ অভিযান প্রধান অথিতি ছিলেন ১২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী পরিচালক জন মোহাম্মদ ইমরোজ খালেদ, আল-আমীন ও কোম্পানি কমান্ডার মো. মনিরুল ইসলাম, কোম্পানি কমান্ডার মুহাম্মদ রকিবুল হাসান এবং ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা। বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন লেন্স নায়েক আবু সাইয়্যেদ।
১২ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, ‘গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজম্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারন করে বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সারাদেশের প্রতিটি ইউনিটে এ বৃক্ষরোপণ অভিযান চলমান রয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত