লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে বেসরকারী সংস্থা আশিকা, কারিতাস বাংলাদেশ, সেভ দ্যা চিল্ড্রেন, তাহজিংডং, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহযোগিতায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য অফিসার আবদুল্লা হিল মারুফ, থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সমবায় অফিসার জাবেদ মীরজাদা, বিআরডিবি অফিসার গোপাল কৃষ্ণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব স্টেশন ইনচার্জ মো. আব্দুল্লাহ, লামা সদর ইউনিয়ন পরিূষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-তহজিংডংয়ের ভূমি ধ্বসের আগাম সতর্কতা ও পূর্ব প্রস্তুতি গ্রহণ প্রকল্পের সমন্বয়কারী পল রয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ সচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। দিবসে বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও কর্মীসহ কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্যরা অংশ গ্রহণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত