নিজস্ব প্রতিবেদক |
‘একদিন তুমি পৃথিবী গড়ছ, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র এসডিডিবি প্রকল্পের আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের স্বেচ্ছাসেবক সুরেন্দ্র ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উসাচিং মার্মা। ইউনিয়ন পরিষদ সদস্য ইলিশায় ত্রিুপুরা ও প্রিতমা ত্রিপুরা, সচিব মংছিং মার্মা, অবসরপ্রাপ্ত শিক্ষক সচিতশ ত্রিপুরা এতে বিশেষ অতিথি ছিলেন।
শেষে দিবস উপলক্ষ্যে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ৫০ জন প্রবীণের হাতে শীত কম্বল তুলে দেন গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উসাচিং মার্মা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত