নুর মোহাম্মদ মিন্টু, লামা |
বান্দরবান জেলার লামা উপজেলায় আবুল টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তামাক ক্রয়ের জন্য সিন্ধুকে রক্ষিত ১ কোটি ৭৫ লাখ ছয়শত টাকা নিয়ে যায়। পরে এ ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। আটককৃতরা হলো-কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে মারুফুল প্রকাশ আরিফ (৩০), লক্ষারচর ইউনিয়নের মাজেরপাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে নাঈমুল ইসলাম (সাগর) (৩১) ও লামা পৌরসভা এলাকার লাইনঝিরির বাসিন্দা মৃত সাহেব আলীর ছেলে আব্দুর রহিম (৩৬)।
আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লামা ম্যানেজার আব্দুর রব জানান, গত ৯ মে ভোর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১৪-১৫ জনের মুখোশ পরিহিত ডাকাত কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে হানা দেয়। ডাকাতরা কার্যালয়ে ঢুকে স্ট্যাফকে মারধর ও বেঁধে রেখে রক্ষিত এক কোটি পঁচাত্তর লাখ ছয়শত আটত্রিশ টাকা নিয়ে যায়। পরে ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামী করে মামলা হয়। মামলার সূত্র ধরে গত ১২ মে লামা থানা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হকের নেতৃত্বে একটি টিম চকরিয়া উপজেলা ও লামা পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করেন। এর মধ্যে একজনকে বান্দরবান কারাগারে ও দুইজনকে জিজ্ঞাবাদের জন্য রিমান্ডে দেন আদালত।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ডাকাতির ঘটনায় ভুক্তভোগীরা মামলা করার পর পুলিশ সুপার ঘটনাটি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এরই মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি ডাকাত সদস্যদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। দুই জনকে জিজ্ঞাসাবাদ চলছে।