মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে আমতলী কমিউনিটি ক্লিনিকের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম সোমবার দুপুরে এ ভবনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ফরহাদ উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া, সহকারি স্বাস্থ্য পরিদর্শক উৎপল বড়ুয়া ও ইছমত আরা বেগম, সিএইচসিপি সিংথোয়াইনু মার্মা, স্বাস্থ্য সহকারি জেসমিন আক্তার, প্রকাশ কান্তি দাশ, কনক প্রভা দাশ, লিটন কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্লিনিক উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার এ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে। বর্তমানে দুর্গম এ পাহাড়ি এলাকার মানুষের পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছে এ ক্লিনিক। নব নির্মিত এ ভবন উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্য সেবায় আরো গতিশীলতা আরো বাড়বে।