লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকা থেকে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে পৌরসভা এলাকার কলিঙ্গাবিল গ্রামের একটি আম গাছের ডালে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নুরুল ইসলাম কলিঙ্গাবিল গ্রামের বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে। তার ৪ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে। ঘটনাটি আতœহত্যা নাকি হত্যা, এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। খবর পেয়ে রাতেই নুরুল ইসলামের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠায় পুলিশ।
সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১০টার দিকে বাড়ির উত্তর পাশে আম গাছের একটি ডালে ফাঁস লাগা অবস্থায় নুরুল ইসলামকে ঝুলতে দেখেন স্ত্রী ফাতেমা বেগম। পরে তিনি ঘটনাটি ছেলে মো. রফিক কে জানালে, রফিক তার চাচা তাজুল ইসলমসহ স্বজনদের জানান।
এদিকে মৃত নুরুল ইসলাামের স্ত্রী জানান, রাতে খাওয়া দাওয়ার পর স্বামীসহ তারা ঘুমিয়ে পড়েন। পরোক্ষণে ঘুম ভেঙ্গে গেলে দেখেন পাশে স্বামী নুরুল ইসলাম নেই। পরে খোঁজাখোঁজির এক পর্যায়ে বাহির হয়ে দেখেন, ঘরের পাশের একটি আম গাছের ডালে নুরুল ইসলাম ঝুলে আছেন। তবে কেন বা কি কারণে নুরুল ইসলাম আতœহত্যা করেছেন,তা বলতে পারছেন না স্ত্রী ফাতেমা বেগম।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, মৃত নুরুল ইসলামের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্নহত্যা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত