লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পরিবেশ সুরক্ষায় অব্যাহত অভিযানে একটি ড্রাম চিমনির ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
১২ মার্চ (বুধবার) উপজেলার আজিজনগর ও গজালিয়া ইউনিয়ন সীমান্তে নজিরাম ত্রিপুরা পাড়াস্থ এসবিএম নামক ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
এতো নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্রিক ফিল্ডকে পাহাড় কর্তন ও ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে এক লক্ষ টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় জব্দ করা হয় ৫৪০ ঘনফুট জ্বালানি কাঠও। স্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বন বিভাগ, পুলিশ প্রশাসন, ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।