লামা প্রতিনিধি |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বীর বাহাদুর উশৈসিং কে ৭ম বারের মত নির্বাচিত করার লক্ষ্যে শনিবার বিকেলে লামা উপজেলা ও সরই ইউনিয়ন আওয়ামীলীগ সহ মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের উদ্যোগে সরই ইউনিয়নে প্রচার প্রচারনা শুরু হয়েছে। ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে লিফলেট বিতরনের মাধ্যমে এ প্রচারনা শুরু হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইচ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক দূর্যধন হেডম্যান ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবচার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কি রানী দাশ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা বেগম ও সাধারণ সম্পাদক অংজারু ত্রিপুরা, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রিনা আক্তার প্রমুখ অংশ গ্রহণ করেন।