মো. নুরুল করিম আরমান।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারপ্রচারণা জমে উঠেছে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের নির্বাচনী এলাকা লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত প্রামে।
এ ধারাবাহিকতায় উপজেলার অন্যসব ইউনিয়নের সাথে পাল্লা দিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন মূল প্রতিদ্ব্িদ্বতায় থাকা বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে ইয়াংছা ইউনিটের যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
তারা গত কয়েকদিন ধরে ইউনিয়নের হাট বাজারসহ বিভিন্ন স্থানে নৌকা মার্কার লিফলেট বিতরণ, গণসংযোগ, পথ সভা, উঠান বৈঠকের মাধ্যমে এ প্রচারণা চালাচ্ছেন।
ভোটারদের মাঝে তুলে ধরছেন বীর বাহাদুর উশৈসিং এর প্রচেষ্টায় বিগত দিনের উন্নয়নমূলক কাজের চিত্র। প্রতিদিনের এ প্রচারণা চালাচ্ছেন যুব মহিলা লীগের ইয়াংছা ইউনিট সভাপতি রোকেয়া বেগম কাজল ও সাধারণ সম্পাদক সাবিনা ত্রিপুরা সহ অন্যরা।