লামা প্রতিনিধি |
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট’র (গণতান্ত্রিক) বান্দরবান জেলার লামা উপজলোর নব-কমিটির পরিচিতি ও কর্মী সভা শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নব-গঠিত কমিটির সভাপতি মংশৈপ্রু ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইউপিডিএফ’র কেন্দ্রিয় কমিটির সদস্য আপ্রু মার্মা। এতে বান্দরবান জেলা কমিটির সভাপতি মংপ্রু মার্মা, সাধারণ সম্পাদক উবামং মার্মা ও সাংগঠনিক সম্পাদক রামউল সাং বম বিশেষ অতিথি ছিলেন। পাহাড়ে সংঘাত বন্ধ করে সকল জাতি ঐক্যতান সম্প্রীতি বান্দরবান গড়ে তোলার আহবান জানিয়ে বক্তারা বলেন, সরকারের ইচ্ছায় তিন পার্বত্য জেলায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও গঠিত ভূমি কমিশনের কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। এছাড়া পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কার্যক্রম হস্তান্তর ও অভ্যন্তরীন উদ্ভাস্তুদের এখনও পর্যন্ত পুর্নবাসন করা হয়নি। এসব পুরণের দাবী তুলে তারা আরও বলেন, ১৯৯৭ সালে জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার প্রতিনিধিত্বে শান্তি চুক্তি করা হয়েছিল। কিন্তু এই শান্তি চুক্তিকে লাথি মেরে অগণতান্ত্রিক পথে চলে গিয়ে অবাদে খুন চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সন্তু লারমা। অথচ আমরা ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান মেনে তিন পার্বত্য জেলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত