লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১০৬ ভোট পেয়ে আবারও সভাপতি নির্বাচিত হন আবদুল হামিদ। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. কাফি উদ্দিন পেয়েছেন ৬৩ ভোট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১ মে ইয়াংছা বাজারস্থ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় আবু তালহা সেক্রেটারী, রফিকুল ইসলাম সহ সভাপতি, জিয়াবুল ইসলাম কোষাধ্যক্ষ, সোহেল রানা ও মনির কর সদস্য নির্বাচিত হয়েছেন। সমিতির ১৭৫জন ভোটারের মধ্যে ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোগ গ্রহণ চলে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমর জিৎ দে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আবদুল খালেক ও অহিদুজ্জামান সদস্যের দায়িত্ব পালন করেন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন অংহ্লারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম। ভোট গ্রহণ শেষে গণনার পর আনুষ্টানিক ভাবে ফলাফল ঘোষনা করেন সমবায় অধিদপ্তরের পরিদর্শক আবদুর রহিম। ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারী সমিতিটি প্রতিষ্ঠান লাভ করেন। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা রয়েছেন ২৪৮ জন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত