মংছিংপ্রু, লামা |
বান্দরবানে লামায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধীনে নিমর্মাধীন প্রায় ১০কোটি টাকার বিনিময়ে ৪টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার (৫ মার্চ) দুপুলে লামা উপজেলাতে উপস্থিত থেকে তিনি এই প্রকল্প গুলো পরিদর্শন করেন।
প্রকল্প গুলো হলো, ইয়াংছা মেইন রোড থেকে বদুরঝিরি কার্পেটিং রোড, জীণামেজু অনাথ আশ্রমের বাউন্ডারি ওয়াল, পৌরসভা উন্নয়ন বোর্ড ঝিরি মুখে আর.সি.সি সেচ ড্রেইন নির্মাণ ও উন্নয়ন বোর্ডের পানি সরবরাহ প্রকল্প।
এসময় চেয়ারম্যান সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানে নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা সমন্বয়ক কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপ-সহকারী প্রকৌশলী ত্রিদীপ কুমার ত্রিপুরা সহ প্রমুখ।
পরে জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উঃ নন্দ মালা ভিক্ষু নেতৃত্বে অনাথ আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত