1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জড়িয়ে ভাইরাল হওয়া একটি ভিডিও’কে পুঁজি করে সংঘবদ্ধ একটি চক্র লামা উপজেলা প্রশাসনকে বিতর্কিত করার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছেএকটি চক্র সুবিধা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রশাসনের বিরুদ্ধে এ অপপ্রচার চালাচ্ছেন।

সরকারী একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য ও ভূক্তভোগীদের দেওয়া বক্তব্য থেকে জানাগেছে, এ চক্রটি চাঁদাবাজী, সাধারণ মানুষদেরকে হয়রানী, সুযোগ নিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে অর্থ আদায়, ফাঁদে ফেলে ব্যক্তিগত ভাবে লাভবান হওয়া সহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধের সাথে জড়িত।

সম্প্রতি মোঃ মামুন নামক এক ব্যক্তির নিজেকে ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা ইউএমবি ইটভাটার মালিক দাবী করে দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এই ভিডিওতে পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, কক্সবাজার পুলিশ সুপার, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া হয়।এ ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই মোঃ মামুন ফেইসবুকে আরেকটি ভিডিও বক্তব্যের মাধ্যমে জানান, তিনি প্রতারণার শিকার হয়েছেন। একটি ঘরোয়া পরিবেশে কয়েকজন সাংবাদিক নিয়ে তিনি গল্প করছিলেন। তার এই গল্পটিকে এ-আই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। মোঃ মামুন দাবী করেন, তিনি চরম ভাবে প্রতারণার শিকার হয়েছেন। তাকে সামাজিক ভাবে ও প্রশাসনিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য একটি চক্র এই কাজটি করেছেন। তিনি আরও জানান, ইউএমবি ইটভাটার মালিক তিনি নন। লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ও অফিস সহায়ক মো. সোহেল’কে কখনো কোন বিষয়ে তিনি টাকা প্রদান করেননি।

একটি সূ্ত্র জানায়, মো. মঈন উদ্দিন লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর অবৈধভাবে বালু উত্তোলন,  পাহাড় কাটা, পরিবেশের বারোটা বাজিয়ে অবৈধ ইটভাটা স্থাপনেসহ জনস্বার্থে নানা অভিযান পরিচালনা করেন। পাশাপাশি জরিমানা ও  কারাদণ্ড প্রদান করেন অভিযুক্তদের। এসব অভিযানে তিন কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। এছাড়া ৭ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এতে একটি চক্র অবৈধ কাজে লিপ্তদের সাথে সিন্ডিকেট করে সুবিধা নেওয়ার চেষ্টা করে। ব্যার্থ হয়ে জনৈক ব্যক্তিকে ইটভাটা মালিক সাজিয়ে “এ আই’ এর মাধ্যমে  বক্তব্য বিকৃত করে দাপ্তরিকভাবে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনসহ অফিস সহায়ক সোহেলকে হেয়প্রতিপন্ন করতেই মূলত বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি ও হয়রানি করছে। যা মোটেও কাম্য নয়।

নির্বাহী অফিসারের এমন সাহসিকতাকে সাধুবাদ জানিয়ে সচেতন মহল বলেন,  কাজ করলে অনেক বাধা আসবে, ষড়যন্ত্র হবে। এতে থেমে গেলে চলবেনা।এগিয়ে যেতে হবে।

অফিস সহকারী সোহেল জানিয়েছেন,  সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার করে আমাকে ও ইউএনও স্যারকে বিতর্কিত করার চেষ্টা করছে একটি চক্র।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ১৩১৯১/২২ এর তথ্যমতে ইউএমবি ইটভাটার মালিক মকছুদ আহাম্মদ। ইটভাটার মালিক সমিতির সভাপতি মোক্তার আহাম্মদ জানান, প্রশাসনের সাথে ইটভাটার মালিকদের একটি সংঘাত সৃষ্টির জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। তিনি জানায়, লামা উপজেলা ও বান্দরবান জেলা প্রশাসনের কোন কর্মকর্তার সাথে ইটভাটা মালিকদের অনৈতিক সম্পর্ক নেই। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে

এ দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, কোন ইটভাটা মালিকের সাথে তার কোন অনৈতিক লেনদেনের প্রশ্নই ওঠে না। তিনি আরো জানান, ইটভাটা মালিকদের সাথে অনৈতিক লেনদেন হলেত ইটভাটা মালিকদের একের পর এক জরিমানা, কারাদণ্ড ও ইটভাটা ধংস করা হতনা।  অবৈধ ইটভাটার বন্ধে মোবাইল কোর্ট সহ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন,যতই ষড়যন্ত্র করা হউক না কেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ  ইটভাটা, অবৈধভাবে বালু উত্তোলনসহ সকল অবৈধ কাজ বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট