প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৩, ৩:৫৮ পূর্বাহ্ন
লামায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম
বান্দরবান জেলার লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দু পাড়া দোকানে প্রকাশ্যে নুর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত ইউনিয়নের লেইংগ্যাঘোনা এলাকার বাসিন্দা এরশাদ আলীর ছেলে।
জানা যায়, আহত নুর হোসেন শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মেরাখোলা হিন্দু পাড়া দোকানে বসেছিল। আমিনুল ইসলাম প্রকাশ পুতুইয়া হঠাৎ নুর হোসেনকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। আমিনুল ইসলাম সম্পর্কে নুর হোসেনের জামাতা ছিল। আমিনুল ইসলাম বহু বিবাহ করায় এবং পারিবারিক কলহের জের ধরে সংসার ভেঙ্গে যায়ূ। এই বিষয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এতে করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। আমিনুল ইসলাম একই এলাকার বাসিন্দা মৃত মোঃ আকবর এর ছেলে।
আহত নুর হোসেন কে রাত ১০টার দিকে স্থানীয়রা আহতকে উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত