মো. নুরুল করিম আরমান।
বান্দরবান জেলার লামা উপজেলার দুস্থ শীতার্ত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়েছে।আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশ’র এলজি. পিএনপি এপে. রিজওয়ান শাহিদী ও এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমানের আর্থিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব লামা’র আয়োজনে এ কর্মসূচিতে ৮০জন শীতার্ত দু:স্থ নারী-পুরুষ ও মাদ্রাসা শিক্ষার্থীকে দেওয়া হয় শীত কম্বল। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে কম্বল বিতরণ উদ্ভোধন করেন লামা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন। এপেক্স ক্লাব অব লামা’র ভাইস প্রেসিডেন্ট এপে. বেলাল আহমদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ করিম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. নুরুল করিম আরমান ও এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন উপজেলা প্রতিনিধি এপে. মোঃ তৈয়ব আলী বিশেষ অতিথি ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটি'র সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আনোয়ার হোসেন ও সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।
কম্বল বিতরণ উদ্বোধনের সময় সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে মানুষ অনেক কষ্ট করছে। এপেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে মানুষজনকে কম্বল বিতরণ করায় কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত