লামা প্রতিনিধি |
বেসরকারি উন্নয়ন সংস্থা কারতিাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের সিপিপি সিএইপি প্রকল্প-২ এর উদ্যোগে উপজলো পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উপজেলা কার্যালয়ে ফোরাম সভাপতি শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ফোরাম সদস্য মিল্কি রানী দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজি, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মো. আজিজুল হক, এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর মাঠ কর্মকর্তা মামুন সিকদার, সাংবাদিক মো. নুরুল করিম আরমান সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। সভায় প্রাকৃতিক পানি উৎস্য সংরক্ষণ, সামাজিক নিরাপত্তার সহায়তা প্রাপ্তিতে সহায়তা, তামাক চাষের পরিবর্তে বিকল্প চাষে স্থানীয় জনগনকে উৎসাহিত, গৃহস্থলীর ময়লা আবর্জনা ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষায় পলিথিন, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে জনগনকে নিরুৎসাহিত করণের পাশাপাশি জৈব সার, জৈব বলায় নাশক, পরিবেশ বান্ধব পাাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহ, দেশীয় বীজের ব্যবহার ও বীজ সংরক্ষণ সহ প্রাকৃতিক পানি উৎস্য সংরক্ষণে করণীয় প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত