লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, তার স্ত্রী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা বেগম, ছেলে যুবলীগ নেতা বাবুল ও আব্দু জব্বারের বিরুদ্ধে কবরস্থানসহ জায়গা জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সরই ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যনারে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীরাসহ দেড় শতাধিক নারী পুরুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। কবরস্থানসহ স্থানীয়দের জায়গা রক্ষাসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে জবর দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামি বাংলাদেশ;র উপজেলা আমির ইব্রাহীম কাজী, সরই ইউনিয়নের বাসিন্দা আব্দুর ছবুর ও রায়হান উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাবিবুর রহমান ও তার স্ত্রী খালেদা বেগমের নেতৃত্বে একটি চক্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে শফিকুর রহমানসহ আশপাশের আরো ২০ জনেরও বেশি মানুষের জায়গা জবর দখলের জন্য বিভিন্ন সময় হামলা সহ মামলা করে হয়রানি করে চলেছেন। এতে এলাকায় যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
শেষে এসব অপকর্মের প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। হাবিবুর রহমান পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান ও খাদেলা বেগমের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।