প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ৩:৫৯ পূর্বাহ্ন
লামায় কমিউনিটি সেন্টার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
মোস্তফা কামাল, চকরিয়াঃ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর বগাইছড়ি কমিউনিটি সেন্টার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ৩৩১ এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উক্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ জন ভোটারের মধ্যে ৮৯ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এবারের নির্বাচনে শুধুমাত্র ২টি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এতে সভাপতি পদে মোঃ আনছার আলী (আনারস প্রতীক) ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী সাবেক সভাপতি আক্তার কামাল (ছাতা প্রতীক) ৪০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ন কবির (ফুটবল প্রতীক) ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী মানিক দে (দোয়াত কলম) ১৭ ভোট পেয়ে পরাজিত হয়।
এ ছাড়াও সহ-সভাপতি পদে রহিম উদ্দিন (হরিণ প্রতীক) কোষাধ্যক্ষ পদে মোঃ মনজুর আলম (মিষ্টি আম) ও সদস্য পদে সাইফুল ইসলাম (হাতপাখা) এবং মোঃ জহুর আলী (মই প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে ছিলেন, বান্দরবান জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ জাবেদ মীরজাদা ও তাঁর সহযোগী হিসেবে স্থানীয় বাহার উদ্দিন ও আনিচুর রহমান। ভোট গ্রহণ ও গণনা শেষে তাঁরা এ ফলাফল ঘোষণা করেন।
এসময় স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন মামুনসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত