লামা প্রতিনিধি |
সারা দেশের মত ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য ঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় পালন করা হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের এসডিডিবি প্রকল্পের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন।
সংস্থার এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রকৌশলী আবু হানিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ^াস, সমাজ সেবা কার্যালয়ের প্রতিনিধি তানবীর হাসান প্রমুখ। এ সময় প্রকল্পের স্বেচ্ছাসেবক সুরেন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার শতাধিক প্রবীণ নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার বয়স্ক ভাতা দিচ্ছে এবং আশ্রয় ও স্বজনহীন প্রবীণদের জন্য আটটি প্রবীণ নিবাস স্থাপন করেছে। প্রবীণ জনগোষ্ঠীর যথাযথ কল্যাণ নিশ্চিতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং তারা যাতে ডিজিটাল প্রযুক্তির সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সাম্যতা অর্জন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট হতে হবে। চিরায়ত বাংলার পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে প্রবীণবান্ধব সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত