লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় কারিতাস এগ্রোইকোলজি প্রকল্প ২ এর আওতায় বিনামূল্যে গবাদি পশু-পাখি টীকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলাযর ফাঁসিয়াখালী ইউনিয়নের হিমছড়ি পাড়া, রাজা পাড়ার উপকারভোগীদের ২০০টি গরু-ছাগলকে ক্ষুরা ও পিপিআর টিকা, ৩০০হাঁস-মুগীকে আরডিভি ও ভিসিআরডি টিকা বিনামূল্যে প্রদান করা হয়। গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত টিকা ক্যাম্পে সহায়তা প্রদান করেন- উপজেলার ভারপ্রাপ্ত প্রানিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। এ সময় প্রকল্পের মাঠ সহায়ক অংনুচিং মারমা, বীরসিংহ চাকমা এবং এসটিএ আবু সৈয়দ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে টিকা প্রদানের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, পরবর্তীমাসে আরও ৪ টি পাড়ায় বিনা মূল্যে গবাদি পশুপাখির টীকাদান কর্মসূচী আয়োজনের পরিকল্পনা রয়েছে।