লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর আওতায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ইয়াংছা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইয়াংছাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমর জিৎ দে, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন। গত বুধবার দুপুরে অনুষ্ঠিত সেমিনারে সামাজিক নিরাপত্তা বলয়ে সরকারী বিভিন্ন দপ্তরের সকল সেবা সমূহ কিভাবে পাওয়া যাবে, তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সমাজ সেবা, ভুমি, শিক্ষা, ব্যাকিং সেবা (সহজে কৃষি ঋন) কৃষি, প্রনীসম্পদ, মৎস, একটি বাড়ি-একটি খামার এবং সর্বজনীন পেনশন স্কীমসহ সরকারী বিভিন্ন দপ্তরেআওতায় সরকারী প্রনোদনা সমূহ সহজ প্রপ্তিবিষয়ে আলচনা ও দরিদ্র জনগনেকে তা গ্রহন করে সামাজিক নিরাপত্তার আওায় আসার জন্য উৎসাহ প্রদান করেন বক্তারা। এতে প্রকল্পের উপকারভোগীগণ অংশ গ্রহণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত