লামা প্রতিনিধি |
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ১০০ জন মৎস্য চাষির মাঝে বিনামূল্যে ৩০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। ' অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি' এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০২৫-২০২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এ মাছের পোনা বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ পোনা বিতরণ উদ্ভোধন করেন।
প্রতিজন চাষিকে ৩ কেজি হারে মাছের পোনা বিতরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা- হিল- মারুফ, বান্দরবান জেলা বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন ও সদস্য আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক বদরুল আলম চৌধুরী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, এনসিপি নেতা নাজমুল হাসান, মংস্যজীবী দলের সভাপতি মো. ফকরুজ্জামান ও সাধারণ সম্পাদক সুরত আলম, পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদুল হাসান ইদ্রিস ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, উপজেলার জলাশয় ও পুকুর গুলোতে মৎস্য চাষ বাড়াতে হবে, এতে উপজেলায় মাছের চাহিদা পুরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তায় মৎস্য চাষে উৎসাহ যোগাতে বিনামূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা প্রদান করছে সরকার।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত