লামা প্রতিনিধি |
প্রান্তিক জনগোষ্ঠির পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় কার্প জাতীয় মিশ্র মাছ চাষের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প” -এর আওতায় মঙ্গলবার উপজেলার ২০ জন সুফলভোগীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, প্রকল্পের বান্দরবান জেলার পরিচালক মামুনুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণ শেষে সুফলভোগীদের নিয়ে সরেজমিন মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় সফল করেন প্রশিক্ষকরা।
এ বিষয়ে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে গৃহীত হয় “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন” প্রকল্প । এ প্রকল্পটির মাধ্যমে উপজেলার পাহাড়ি জনগোষ্ঠীর সুফলভোগীদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মৎস্যচাষ উপযোগী ক্রিক উন্নয়ন করা হয়েছে ৫ টি, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে ৬০ জনকে ৩ দিনের প্রশিক্ষণসহ প্রদর্শনী খামার স্থাপন করা হয় ৪ টি। এছাড়া ক্রিকে মৎস্য আবাসস্থল সংস্কার করা হয় ৩টি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হয় ৫ জনের এবং ৩০ জন স্টেকহোল্ডার নিয়ে ১টি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক সময়ে মৎস্য চাষের নতুন নতুন জলাশয় তৈরি হয়েছে যা পাহাড়ি জনগোষ্ঠীর পানির অভাব দূর করছে এবং বেকার যুবক-নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বলেও জানান আব্দুল্লা হিল মারুফ।