1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমে নারী সমাবেশ  ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী লামায় সিএইচসিপি এসোসিয়েশন’র নতুন সভাপতি জ্যোতিষ, সাধারণ সম্পাদক জুনাইদুল রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবিকাসহ জনবল সংকট, সেবা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ প্রায় ৩ লাখ মানুষ, দ্রুত জনবল সংকট নিরসনের দাবী উপজেলাবাসীর লামায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিজয় মিছিল আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান

লামায় কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদনের প্রতিবাদে বঞ্চিতদের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটিতে আওয়ামী লীগের চিহ্নিত দোসরদেরকে বাণিজ্যের মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়ার প্রতিবাদে প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। দলের  বঞ্চিত নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলন করেন। এতে সদ্য গঠিত উপজেলা ও পৌর কৃষকদল ভেঙে দিতে সাত দিনের আলটিমেটামও দেন বঞ্চিতরা। বুধবার বিকেলে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লামা কৃষকদল নেতা জহিরুল ইসলাম বলেন, ‘বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি বহিরাগত এহসানুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক অনুপ্রবেশকারী মনির হোসেন ভূইয়া (বাবুর্চি) কর্তৃক লামা উপজেলা বৈধ কৃষকদল কমিটিটি কোন যৌক্তিক কারণ ছাড়াই ভেঙ্গে দেওয়া হয়। তার প্রতিবাদে বিগত জানুয়ারিতে সংবাদ সম্মেলন করা হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি বান্দরবান জেলা কৃষকদল কর্তৃক লামা উপজেলা ও পৌর শাখায় একটি নৌকা মার্কা কমিটি প্রদান করেছেন।
লামা উপজেলা কৃষকদলের ১১বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৭ সদস্যের লামা পৌর আহ্বায়ক কমিটি প্রদান করেছেন তারা। গঠিত এই কমিটিতে বেশিরভাগই আওয়ামী লীগের চিহ্নিত দোসর।এরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে মিলেমিশে বিএনপির বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে বাঁধা প্রদানসহ অসংখ্যা মামলা-হামলা করেছিল। নতুন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইব্রাহিম আওয়ামীলীগের একান্ত দোসর।
বিএনপির দুর্দিনে যখন আন্দোলন ও সংগ্রামে লিপ্ত ছিলাম তখন তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের তাবেদারী করতো। এমনকি, তারা গত দশ বছরে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন নাই। এসব লোকদরকে সদ্য গঠিত কৃষকদলের এই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে।যার প্রমান সহ বিভিন্ন ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রয়েছে। আমরা বিগত দিনের কষ্টের সুসংগঠিত লামা উপজেলার কৃষকদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন না করে বানিজ্যিক ভাবে আওয়ামীলীগের চিহ্নিত দোসরদের কমিটি প্রদান করায় লামা উপজেলা কৃষদলেরর সর্বস্তরের ত্যাগী নেতা-কর্মীরা এই নতুন কমিটিকে প্রত্যাখান করলাম।
মিডিয়ার মাধ্যমে বান্দরবান কৃষকদলের নেতৃবৃন্দকে অবহিত করছি, যদি আগামী ৭ দিনের মধ্যে আওয়ামী লীগের চিহ্নিত দোসরদেরকে নিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল বা বিলুপ্তি না করা হয়, তাহলে উপজেলা ও পৌর কৃষকদল নবগঠিত আহ্বায়ক কমিটি যদি কোন সাংগঠনিক কার্যক্রম চালাতে যায় আমরা ত্যাগী নেতা-কর্মীরা প্রতিহত করবো।
এতে যদি কোন প্রকার ঝামেলা সৃষ্টি হয়, এই দায়ভার বান্দরবান জেলা কৃষকদল নেতৃবৃন্দকে নিতে হবে।’
সংবাদ সম্মেলন শেষে কৃষকদলের ত্যাগি নেতা কর্মিদের ব্যানারে লামা পৌর শহরে প্রতিবাদ মিছিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট