লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় দুই দিন ব্যাপী কৃষক পর্য়ায়ে নেতৃত্ব ব্যাবস্থাপনা এ্যাডভোকেসী, লবিং এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প-২ এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রকল্পের কমিউনিটি এগ্রিকালচার লানিং সেন্টারের কমিটির ১৫জন সভাপতি ও সাধারন সম্পাদক অংশ গ্রহণ করেন। গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারী প্রকল্পের উপজেলা কার্য়ালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ পরিচলানা করেন, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিনু মারমা এবং মাঠ কর্মকর্তা মো:মামুন সিকদার। এ সময় মাঠ সহায়ক মিখয়েল ত্রিপুরা, পংমে মারমা, অংনুচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, এ প্রশিক্ষণ গ্রহণের ফরে প্রান্তিক পর্য়ায়ের কৃষকরা সর্ব বিষযে সচেতন ও দক্ষ হয়ে উঠবেন।