প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন
লামায় কৃষি অফিসের তামাক চাষ নিরুৎসাহিত করণ ‘কৃষক ক্যাম্পেইন’
লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় "উচ্চ মূল্যের ফসল আবাদে তামাকের আগ্রাসন কমবে।" - এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে তামাক চাষ নিরূৎসাহিত করতে এক 'কৃষক ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে ক্যাম্পেইন এ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
আশরাফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, আইনজীবী ও কৃষি উদ্যোক্তা মামুন মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট কৃষিজীবীগণ উপস্থিত ছিলেন। সোমবার পৌরসভা ব্লকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন এ বক্তারা তামাক চাষের ক্ষতিকর দিক উল্লেখপূর্বক এই চাষের প্রবণতা কমিয়ে এনে উচ্চ মূল্য বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে কৃষকদের অনুরোধ জানান। এতে সামষ্টিকভাবে দেশের কৃষি উৎপাদনশীলতা ও কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি নদী তীর থেকে ৫০ ফিট দূরে তামাক আবাদ না করতে কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত