লামা প্রতিনিধি।
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে প্রতিপাদ্য করে সাফল্যের ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) লামা প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে কেক কেটে জন্মদিনের শুভক্ষণ উদযাপন করেছে কর্মরত সকল সাংবাদিকেরা।
এনটিভি’র লামা- আলিকদম প্রতিনিধি আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লামা উপজেলা সভাপতি আবদুর রব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমীর কাজী মো. ইব্রাহিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আশ্রাফুজ্জামান সোহেল, লামা উপজেলা তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, লামা প্রেসক্লাব সেক্রেটারি মো. কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরাম সভাপতি নুরমোহাম্মদ মিন্টু, সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মো. সুজন, সাংবাদিক মো. ফরিদ উদ্দিন, কৃষকদলের আহ্বায়ক মো. ইব্রাহীম, যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সভাপতি আবদুর রহিম প্রমূখ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তির অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই এনটিভি’র অন্যতম প্রয়াস। এই প্রয়াসে তৈরি নানা আয়োজন শুরুতেই দর্শকের মন কেড়ে নেয়; বাড়তে থাকে জনপ্রিয়তা। বাংলাদেশসহ বিশ্বের যে প্রান্তেই হোক, যেখানে বাঙালি আছে সেখানেই তরুণ-তরুণীসহ সব বয়সের দর্শকের কাছে জনপ্রিয়তার শীর্ষে এনটিভি। শুধু তাই নয়, এনটিভি অনলাইনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবসহ সকল প্ল্যাটফর্মে যুক্ত আছেন প্রায় সাড়ে ৫ কোটি (৫৪ মিলিয়নের বেশি) দর্শক, শ্রোতা ও পাঠক, যা প্রমাণ করে সবার ভালোবাসায় টইটম্বুর ২৩ বছরে পা দেওয়া এই চ্যানেলটি।
আলোচকরা আরও বলেন, ভিন্ন মাত্রার মানসম্মত নানা অনুষ্ঠানের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারে দেশের মানুষের মনজুড়ে রয়েছে এনটিভি। দীর্ঘ পথচলায় অনেক বাধাবিপত্তি ছিল, কিন্তু এনটিভি দমে না গিয়ে সবসময় এগিয়ে চলেছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এনটিভির ভিন্নধর্মী পরিকল্পনা ডিজিটাল দুনিয়ায়ও মাতিয়ে রেখেছে। অগণিত দর্শকের ভালোবাসা কুড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রতিষ্ঠানটি ছুঁয়েছে কোটি মানুষের হৃদয়।