নিজস্ব প্রতিবেদক |
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে। এরই অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলায় সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ী পাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মংক্যচিং চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বান্দরবান জেলা কৃষক দলের সভপতি ইয়াছিনুল হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন।
গজালিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা তাঁতী দলের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম হারুন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভূঁইয়া প্রধান বক্তা, উপজেলা যুবদলের সদস্য থোয়াইসে মং মার্মা স্বাগত বক্তব্য ও কৃষকদের পক্ষে বাবর আলী বাবুল বক্তব্য রাখেন।