প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন
লামায় গলায় ফাঁস লাগিয়ে কৃষকের আত্মহত্যা
লামা (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় আব্দু শুক্কুর (৪৫) নামের এক কৃষক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি আব্দুল্লাহ ঝিরিঝিরিতে এ ঘটনা ঘটে। আব্দু শুক্কুর আব্দুল্লাহ ঝিরির বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে সোমবার সব্ধ্যা ৬টার দিকে আব্দু শুক্কুরের সাথে পারিবারের অন্য সদস্যদের ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে নিজ ঘরের শয়ন কক্ষের বীমের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা কক্ষের ভিতর আব্দু শুক্কুরকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। তবে আব্দু শুক্কুর দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন দাবী করে স্বজনেরা বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন আব্দু শুক্কুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) তবিদুর রহমান বলেন, প্রাথমিক সূরতহাল শেষে আব্দু শুক্কুরের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত