লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে খাতিজা আক্তার (১৯) নামের এক নব বধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেদারবান পাড়ায় ঘটনাটি ঘটে। খাতিজা আক্তার খেদারবান পাড়ার বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জুবাইরুল ইসলাম জানান, গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভিমের ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধারের পর স্থানীয় পল্লী চিকিৎসক মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল পূর্ব পাড়ার বাসিন্দা আবন্দুল খালেকের ছেলে সাইদুল ইসলামের সঙ্গে গত ১৯দিন আগে খতিজা আক্তারের বিয়ে হয়। খাতিজা আক্তার গত বুধবার শশুর বাডী থেকে ফাইতং খেদারবানস্থ বাবার বাড়িতে বেড়াতে যান। এক পর্যায়ে শুক্রবার বিকাল ৫ টার দিকে আত্নহত্যা করেন খতিজা বেগম। তবে কেন গলায় ফাঁস লাগিয়ে খতিজা আক্তার আত্মহত্যা করেছেন, তার কারণ জানা যায়নি।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, প্রাথমিক সূরতহাল শেষে খতিজা আক্তারের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত