প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
লামায় গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল প্রতিবন্ধীর
লামা ( বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় গাড়ি থেকে ছিটকে পড়ে মো. কামাল হোসেন (৪৫) নামের এক শারিরীক প্রতিবন্ধী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি নকসাঝিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। কামাল হোসেন লামা পৌরসভা এলাকার পশ্চিম রাজবাড়ী গ্রামের বাসিন্দা মৃত হাছান আলীর ছেলে। নিহত কামাল হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়া শনিবার দুপুরে দাপন করা হয়।
সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে প্রতিবন্ধী কামাল হোসেন ট্রাক্টর যোগে রাজবাড়ি থেকে নকসারঝিরিস্থ বাগানে যাচ্ছিলেন। গাড়িটি নকসারঝিরি নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে কামাল হোসেন ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আহত কামাল হোসেনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কামাল হোসেনকে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এরপর স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আহত কামাল হোসেন মারা যান।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত