
মো. নুরুল করিম আরমান |
জলবায়ু সহনশীল, টেকসই কৃষি পন্য উৎপাদন ও কৃষকদের আধুনিক চাষাবাদে আগ্রহী করতে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘কৃষক মাঠ দিবস’। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) ‘অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীলতা জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় ২১টি কৃষক মাঠ স্কুলের মধ্যে খৃজ্জানুনা পাড়া ও সাফমারাঝিরি পাড়া উপকারভোগী কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি সাপমারাঝিরি পাড়া কৃষক মাঠ স্কুলে ৩৩জন কৃষককে নিয়ে অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি ছিলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোপন কান্তি চৌধুরী। এতে গজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য প্রিতমা ত্রিপুরা ও পাড়ার সর্দার ইসহাক মিয়া বিশেষ অতিথি ছিলেন। দিবসে উপস্থিত ছিলেন প্রকল্পের অর্গানাইজার উখিংমে মার্মা, সিএম সাইনুমে ও মংয়ইসাই সহ মাঠ সহায়ক হ্লাচচিং প্রমুখ।
এ সময় কৃষকরা কালেকশন পয়েন্ট, ভার্মি কম্পোষ্ট, মাদা বেত, মুরগী হাজল, খামার জাত সার, আই সিএম, ছাগলের বাসস্থান, মাছ চাষ পদ্ধতি ও গরু মোটাতাজাকরণ স্টল সহ বেশ কয়েকটি স্টল প্রদর্শন করেন।

এর মধ্যে সেরা ৫ স্টল কৃষককে পুরস্কৃতের মাধ্যমে উৎসাহিত করা হয় বলে জানান, প্রকল্পের অর্গানাইজার উখিংমে মার্মা। তিনি বলেন, ধাপে ধাপে অন্য কৃষক মাঠ স্কুলেও দিবস পালন করা হবে।