লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় বাগান থেকে শুকনো লাকড়ী সংগ্রহ করার অভিযোগে ঘরে ঢুকে এক দম্পত্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ইছাহাক মেম্বার পাড়ায়। ইছহাক মেম্বার পাড়ার বাসিন্দা মৃত আশ্রাফ আলীর ছেলে আহমদ কবির গং নুরুল ইসলাম দম্পত্তিকে কুপিয়ে জখম করে। শুধু তায় নয়, এ সময় হামলাকারীরা নুরুল ইসলামের ঘরে রক্ষিত নগদ ত্রিশ হাজার টাকাও নিয়ে যায়। এ ঘটনায় আহতরা হলেন- ইছাহাক মেম্বার পাড়ার বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৭) ও তার স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৭)।
সূত্র জানায়, রান্নার কাজের জন্য নুরুল ইসলাম ইছহাক মেম্বার পাড়াস্থ জনৈক ইসলামের বাগান থেকে কিছু শুকনো লাকড়ী সংগ্রহ করেন। এর জের ধরে অভিযুক্ত আহমদ কবির গং সংঘবদ্ধ হয়ে গত ১৬ জানুয়ারী রাত আটটার দিকে নুরুল ইসলামের বসতঘরে ঢুকে অতর্কিত হামলা করেন। এ সময় নুরুল ইসলাম ও তার স্ত্রী ছেনোয়ারা বেগমকে মেরে ও দা দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে আহমদ কবির গং পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহগাড়া উপজেলার মা মনি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন. একটি কাজের জন্য ঘটনার আাগের দিন ত্রিশ হাাজার টাকা একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। হামলাকারীরা ওই টাকাগুলোও নিয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন কবির আহমদরা। তারা বলেন, নুরুল ইসলামের অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন বলেন, সামান্য শুকনো লাকড়ীর জন্য নুরুল ইসলাম দম্পতির উপর হামলা করাটা মোটেও উচিত হয়নি।