বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার মধুঝিরি ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো. করিম এবং রাশেদের ভাই মোঃ আমির দীর্ঘ দিন যাবদ কিডনি রোগে আক্রান্ত হয়ে কঠিন অবস্থায় দিন পার করতেছেন। তার অবস্থা দিন দিন অবনিতির দিকে যাচ্ছে। যেহেতু কিডনি দুটি ড্যামেজ হয়ে গেছে। চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারনে বর্তমানে তার পরিবারের কাছে চিকিৎসার খরচ বহন করা খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে। তাই সবার কাছে তার ছোট ছোট ৪ জন ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সকলের কাছে আর্থিকভাবে সাহায্য ও সহযোগীতা চেয়েছেন মো. আমির ও তার স্বজনেরা। সকলের অল্প অল্প সহযোগিতায় আমিরের জীবন আমাদের মাঝে ফিরে আসতে পারে। সহযোগিতার জন্য বিকাশ পার্সোনাল – 01883922849.