লামা প্রতিনিধি।।
বান্দরবান জেলার লামা সদর ইউনিয়নের পোপা দৌছড়ি পাড়ার 'চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুল' এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সোমবার আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাচি রাম ত্রিপুরর সভাপতিত্বে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি আদর্শ ও গুণগতমানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে পাঠদান এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, “ আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে। চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুল এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ”সমাবেশে বিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অভিভাবকরা তাদের সন্তানদের পড়ালেখা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত