লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জন নিরাপত্তা আইনে ৫ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার সরই, ফাঁসিয়াখালী, ফাইতং ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, সরই ইউনিয়নের হিমছড়ি এলাকার আব্দুর রহিম প্রকাশ কাওসার, ফাঁশিয়াখালি ইউনিয়নের কুমারী এলাকার নাছির হোসেন প্রকাশ নাজিম, লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের লামামূখ এলাকার মোঃ বেলাল, ফাইতং ইউনিয়নের মোঃ ইমামুদ্দিন ও আমির হামজা। মঙ্গলবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী লামা থানা পুলিশের সহায়তায় বান্দরবান সদর থানার পুলিশ তাদেরকে আটক করেন।
জননিরাপত্তা আইনে ৫জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন. আটক ব্যক্তিদের কোর্টের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে হাজতে প্রেরণ করা হয়েছে।