মো. নুরুল করিম আরমান।
সারাদেশের মতো বান্দরবানের লামায় চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগেও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’২৫ পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) সকালে ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা পরিষদ
চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনায় মিলিত হয়।
লামা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সহকারী পুলিশ
সুপার মো. নুরুল আনোয়ার, থানা পুলিশের অফিসার ইনচার্জ ও সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন, সহকারী তথ্য অফিসার ও সংস্থার সদস্য মো. রাশেদুল হক রাছেল, আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও সংস্থার সদস্য মোহাম্মদ হিরু, চৌকি আদালত
আইনজীবী সমিতির সভাপতি ও সংস্থার সদস্য মো. সাদেকুল মাওলা ইরাক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্থার সদস্য হাজেরা বেগম, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, চৌকি আদালতের আইনজীবী ও সংস্থার সদস্য সচিব মামুন মিয়া অতিথি ছিলেন। এতে বিভিন্ন রাজনৈতিক, এনজিও, আইনজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে সংস্থার চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ বলেন, আর্থিকভাবে অসচ্ছল, অসহায়, সহায়-সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠীকে আইন সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালে বাংলাদেশ সরকার আইন সহায়তা প্রদান আইন প্রণয়ন ক্রমে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত