লামা প্রতিনিধি।
“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সহকারী কমিশনার ( ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল, বিআরডিবি কর্মকর্তা গোপাল কৃষ্ণ, নারী নেত্রী জাহানারা আরজু ও আনোয়ারা বেগম প্রমুখ অতিথি ছিলেন।
আলোচনায় অংশ গ্রহণ করেন শতাধিক নারী ও কন্যা শিশু। এ সময় বক্তারা বলেন, কন্যাশিশু শুধু পরিবারের গর্ব নয়, দেশেরও ভবিষ্যৎ।
তাই চলুন আমরা সকলে মিলে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষার নিশ্চয়তায় কাজ করি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত