লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় নানা কর্মসূচীর পালনের মধ্য দিয়ে শেষ হলো ‘জাতীয় মৎস্য সপ্তাহ’২৫। এ উপলক্ষ্যে রোববার সকালে (২৪ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ ও সরকারি মাতামুহুরী কলেজ অধ্যাপক শামশুল আলম অতিথি ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন- মৎস্য উদ্যোক্তা প্রণয় ত্রিপুরা, এনটিভি’র অনলাইন প্রতিনিধি খন্দকার আমিনুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি মো. হাসান প্রমুখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সরকারি বেসরকারি কর্মকর্তা, মৎস্য চাষি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে গান গেয়ে শুনান চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ্রা বিশ্বাস।
এর আগে ১৮ আগস্ট মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা, ২১ আগস্ট বৃহস্পতিবার সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষার্থীদের নিয়ে মৎস্য সেক্টর বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও মাছের উৎপাদন আরো বৃদ্ধির লক্ষ্যে ২৩ আগস্ট মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয় বলে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদেরকে বিনামূল্যে উন্নত জাতের পোনা প্রদানসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে সরকার।